ইস্টবেঙ্গল হারালো আই এস এলে নর্থ ইস্টকে

গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে আই এস এলের চলতি লিগে শাপমুক্তি ঘটলো ইস্টবেঙ্গল ক্লাবের । উল্লেখ্য গত মরশুমের ৭ এপ্রিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে শেষ জয় পেয়েছিলো ইস্টবেঙ্গল ।খোঁচা খাওয়া বাঘের মত তারা এই দিন ঘুরে দাঁড়িয়েছে । নর্থ ঈস্টের ৯ ম্যাচে ২১ গোল করা আলাদিন আজরাই কে আটকানোই ইস্টবেঙ্গলের প্রধান লক্ষ্য ছিল ,সেই কাজ মোটামুটি ভাবে সুসম্পন্ন করেছে ইস্টবেঙ্গল ডিফেন্স ।খেলার ২৩ মিনিটের মাথায় তালালের সেন্টার থেকে গোল করেন ডিয়ামান টাকোষ । ইস্টবেঙ্গল ও নর্থ ইস্ট দুটো টিম একটা করে লাল কার্ড দেখে ।