ইস্টবেঙ্গল হারালো কেরালা ব্লাস্টার্স কে

গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ক্লিটন দি সিলভা খেলার ৭৭ মিনিটের মাথায় মহেশের পাশ থেকে একটি অবিশাস্য ক্ষিপ্রতায় গোল করেন ।খেলার শেষ পর্বে রণক্ষেত্র হয়ে ওঠে যুবভারতী ,মহেশ কে সুশ্রষা করতে ইস্টবেঙ্গল য়ের ফিজিও মাঠে ঢোকেন তাকে ধাক্কা দেন ভিক্তর ।ফিজিও মেজাজ হারিয়ে হাত চালান এবং লাল কার্ড দেখেন ,মোবাসীর ও লাল কার্ড দেখেন ।