ইস্টবেঙ্গল হারালো বেঙ্গালুরু কে ২-১ গোলে

গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরুর দ্বিতীয় সাখ্যাতকারে বেঙ্গালুরু কে ২-১ গোলে হারিয়েইস্টবেঙ্গলের ক্লেইটন ডি সিলভা যুবভারতীতে প্রথম জয় নিয়ে এলো ।প্রথম গোল টি করেন তিনি পেনাল্টি থেকে গতির বিরুদ্ধে ৩৯ মিনিটে ।কিন্তু বেঙ্গালুরুর জাভিয়ার হার্নান্দেজ সমতা ফেরান দ্বিতীয় অর্ধে ,অতিরিক্ত সময়ে পেনাল্টি বক্সের বাইরে ফ্রি কিক আদায় করে নেন ও ডোহার্টি ।ডেভিড বেকহ্যামের মত বাক খাওয়ানো শটে গোল করে ক্লেইটন ইস্টবেঙ্গল কে লীগ টেবিলের অষ্টম স্থানে উঠিয়ে নিয়ে এলো ।