উহান এফসি কে হারালে অথবা ড্র করলে শেষ আটে ইস্টবেঙ্গল

On: Thursday, November 20, 2025 9:14 AM

চীনের মাটিতে বৃহস্পতিবার ইস্টবেঙ্গল মহিলা বাহিনী মুখোমুখি হবে,গতবারের চ্যাম্পিয়ন উহান গিয়ান্ডা ডাবলু এফসির । এই ম্যাচ টি কঠিন হতে পারে কারণ ঘরোয়া সমর্থন তাদের দিকে ।গ্রুপ বি তে তিন পয়েন্ট পেয়ে ইস্টবেঙ্গল শীর্ষ স্থানে আছে ।ড্র করলেই তারা শেষ আটে চলে যাবে ।এই ম্যাচ টি দেখা যাবে ফ্যান কোড আপে ভারতীয় সময় দুপুর ১২ টা ৩০ মিনিটে ।