
প্রায় ৫৫ বছর পর কোন ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পৌঁছল ইংল্যান্ড ঠিকই কিন্তু বিতর্ক তার পিছু ছাড়ছে না। ইতিমধ্যেই পেনাল্টি নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। রেফারিকে একাধিক মানুষ কাঠগড়ায় তুলেছে। অনেক ইংরেজ সমর্থক এই পেনাল্টির বিরুদ্ধে মুখ খুলেছেন। এছাড়া পেনাল্টি নেওয়ার আগে এক দর্শক গোলরক্ষকের চোখের ওপর রশ্মিও ফেলেছে এবং ডেনমার্কের জাতীয় সংগীতের সময় ইংল্যান্ডের সমর্থকেরা অশোভনীয় আচরণ করেছিল। ক্ষুব্ধ উয়েফা সব বিষয়ের তদন্তের নির্দেবশ দিয়েছে।