ঋদ্ধিমান সাহা রাহানে ও পূজারা বাদ পড়লেন ভারতীয় টেস্ট দল থেকে

রোহিত শর্মার অধিনায়কত্বে ঘোষিত হলো টেস্ট ও টি ২০ দল ।টেস্ট দলের উইকেটকিপার হয়েছেন যথাক্রমে ঋষভ পন্থ ও কেএস ভরত ।টি ২০ দলের উইকেট কিপার হয়েছেন ঈশান কিষান এবং সঞ্জু স্যামসাং ।দুটি দলের সহ অধিনায়কঘোষিত হয়েছে জাসপ্রিত বুমরা ,টেস্ট দল থেকে বাদ পড়েছে ঋদ্ধি ,পূজারা ও রাহানে ।