ঋষভের দুর্ধর্ষ ব্যাটিং জেতালো ভারত কে ম্যাচ অফ সিরিজ

গতকাল এজবাস্টনে টসে জিতে ভারত ইংল্যান্ড কে ব্যাট করতে পাঠায় ।ইংল্যান্ড নির্দিষ্ট ৪৫.৫ ওভারে করে২৫৯ রান ।তাদের হয়ে সর্বোচ্চ রান তোলেন বাটলার ৬০।ভারতের হয়ে হার্দিক পাণ্ড্য ২৪ রানে ৪ উইকেট নেন ।জবাবে ভারত ৪২.১ ওভারে৫ উইকেটে ২৬১ রান তোলেন । ১২৫ রানে নট আউট থেকে ঋষভ পন্থ ম্যান ওফ দি ম্যাচ হন তাকে যোগ্য সঙ্গত করেন হার্দিক ৭১ রান করে ।