এইবার আইপিএলে গ্লেন ম্যাক্সওয়েল হয়তো শিবির বদল করতে পারেন

আসন্ন আইপিএলের জন্য আরসিবি বিরাট কোহলি ডিভিলিয়ার্স কে রেখে দিয়ে ঝাঁপাতে পারেন গ্লেন ম্যাক্সওয়েলের জন্য ।এইটাই মনে করছেন নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর ।গতকাল দ্বিতীয় ভারত ইংল্যান্ড টেস্টেরধারাভাষ্য দিতে গিয়ে তিনি বলেন এইবারের আইপিএলের নিলামের জন্য আরসিবি এবং পাঞ্জাব এই দুটি দল সব থেকে বেশি ক্রিকেটার তুলবেএবং ম্যাক্সওয়েল কে নেওয়ার কারণ হলো আরসিবির ছোট মাঠে তিনি বেশি করে রান তুলবেন ।