গতকাল যুবভারতী স্টেডিয়ামে দীর্ঘ অপেক্ষার পরে প্রথম বারের জন্য ডুরান্ড ট্রফি জিতলো বেঙ্গালুরু এফসি । খেলা শেষের পরে বেঙ্গালুরুর খেলোয়াড় ও কোচ জড়িয়ে ধরলেন সুনীল কে ।খেলার ১১ মিনিটের মাথায় বেঙ্গালুরুর হয়ে গোল করেন শিবশক্তি এম মুর্তাদা ফলের ভুলে ,৩০ মিনিটে মুম্বাই সমতা ফেরায় অপুইয়ার গোলে ,৬১ মিনিটের মাথায় বেঙ্গালুরু মাথায় জয়সূচক গোল টি
করেন অ্যালেন কোস্টা ।