এই বারের আইপি এলে কেকে আরের সেরা অস্ত্র হতে পারেন শিভম মাভি

গত বারের আইপি এল চ্যাম্পিয়ন দলের সদস্য শিভম মভি এই বার এসেছেন কেকে আরে ।শনিবার সাংবাদিক দের তিনি বলেন,এই বারের আইপি এলের জন্য আমি বিশেষ ডেলিভারি তৈরি করেছি ,এই নিয়ে আমি এখন বিশেষ কিছু বলবো না ।আইপি এলে এই অস্ত্র প্রয়োগ করতে পারলে সব কিছু বলবো । তিনি আরো বলেন আন্তর্জাতিক ক্রিকেটে শেষের দিকে ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ,তাই ব্যাটিংয়ের দিকে জোর দিয়েছেন