আজকে এএফসি চ্যাম্পিয়ন লীগের ফিরতি রাউন্ডে গোয়া এফসি মুখোমুখি হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে
ইরানের ক্লাব পার্সিপোলিসের বিরুদ্ধে ।গতকাল সাংবাদিক বৈঠকে গোয়ার কোচ খুয়ান হতাশার শুরে বলেন ২০ দিনে ৬ টি ম্যাচ খেলা সব দলের পক্ষেই কঠিন ব্যাপার ,কিন্তু কিছু করার নেই চোটের কারণে তিনি পাবেন না তাদের নির্ভরযোগ্য খেলোয়াড় এডু বেদিয়া কে । গতম্যাচে ১৪ মিনিটে অসাধারণ গোল করে গোয়া কে এগিয়ে দিয়েছিলেন এই এদু বেদিয়া ই ।