গতকাল থিম্পুর মাঠিতে ইস্টবেঙ্গল হারালো নেজমেহ কে ৩-২ গোলে ।খেলার ১৫ মিনিটের মাথায় তালালের শট ক্লিয়ার করতে গিয়ে নিজগোলে ঢুকিয়ে দেয় আব্দুল্লাহ মুসাঃ ।তার ঠিক পরে পরে মহেশের একটি থ্রু পেনাল্টি বক্সের মধ্যে শরীর ২-০ করেন দিয়ামান্টাকশ ।তার পরে নেজমে খেলা ধরে নেয় ,ইস্টবেঙ্গলের রক্ষণের উপর চাপ বাড়িয়ে দুটি গোল করেন ,তাদের কলিংস ও মন্থের ।দ্বিতীয় অর্ধে নেজমেহর ঝড়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল দিমিত্রি এবং তালালের নেতৃত্বে ,৭৬ মিনিটের তালাল কে ফাউল করলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল এবং দিমিত্রি ৩-২ করেন ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...