একা সিরাজ মাটিতে নামিয়ে আনলো শ্রীলঙ্কা কে

গতকাল এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৫০ রানের মধ্যে শেষ হয়ে যায় ।মোহাম্মদ সিরাজ মাত্র ১৬ বলে ৫ উইকেট নিয়ে তাদের ব্যাটিংয়ের কোমর ভেঙে দেয় ,দিনের শেষে তার বোলিং ফিগার হলো ৭-১-২১-৬।প্রথম ভারতীয় পেসার হিসাবে এক ওভারে ৪ টি উইকেট নেন ।ভারত কোনো উইকেট না হারিয়ে ৬.১ ওভারে ৫০ রান তোলে এবং অষ্টম বার এশিয়া সেরা হলো ভারত এবং ম্যান অফ দি ম্যাচ হলো শিরাজ ।