ইংল্যান্ড জার্মানিকে ২ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে। দলের অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেন গোল পেয়েছেন। ১৯৬৬র বিশ্বকাপের পর এই প্রথম নক আউটে তারা জার্মানিকে হারাল। তাই খেলা শেষে তিনি জানান এবার থেকে অন্য ইংল্যান্ডকে পাওয়া যাবে। তাদের পরের খেলা রোমে ইউক্রেনের বিরুদ্ধে। এই ম্যাচ নিয়ে তারা আত্মবিশ্বাসী। তিনি ও তাঁর দল সমর্থকদের আশা পূর্ণ করেছেন ও সেমিফাইনালে যাবেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...