এজবাস্টনের প্রথম দিন ভারত করলো ৫ উইকেটে ৩১০ রান

গতকাল এডবাস্টনের টেস্টে প্রথম দিনে ভারত ৮৫ ওভার খেলে ৫ উইকেটে করেন ৩১০ রান । ভারতের হয়ে যশস্বী করেন ৮৭ রান আর শুভমান গিল নট আউট ১১৪ * রান নট আউট আর জাদেজা ৪১ রানে নট আউট । ভারতের ৫ উইকেট ২১১ রানে চলে যাওয়ার পরে শুভমান এবং জাদেজা জুটিতে তোলেন ৯৯ * অপরাজিত রান ।ওয়াকসের স্যুয়িং নষ্ট করার জন্য শুভমান ১ ফুট আগে দাঁড়িয়েছিল ।