প্রতিবেশী ইস্টবেঙ্গল ক্লাবে ডামাডোল চলেছে। সেই ক্লাবের ভবিষ্যৎ অন্ধকারে রয়েছে। কিন্ত হাবাসের প্রশিক্ষণে মোহনবাগানে প্রাকটিস শুরু হয়ে গেল।গত বারে ফাইনালে উঠেও ট্রফি পায় নি মোহনবাগান। এবারে সামনে এ এফ সি,কলকাতা লীগ ও ডুরান্ড কাপের খেলা রয়েছে।অনুশীলনে কেউ প্রবেশ করতে পারেনি। এদিকে ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থা ক্লাবের লাইসেন্সিনের কাগজপত্র এ এই এফ অফ এর কাছে জমা করেছে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...