এটিকে মোহনবাগান এই প্রথম গোয়ার কাছে পরাস্থ হলো

গতকাল ফটোদোরা স্টেডিয়ামে গোয়ার কাছে ৩-০ গোলে হারলো এটিকে মোহনবাগান । প্রথম অর্ধের খেলা গোল শুন্য ভাবে শেষ হয় । খেলার ৫০ মিনিটের গোয়ার হয়ে প্রথম গোল টি করেন দোহলিং ,৭৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোল টি করেন,গোয়ার ফাররেস আরনৌত ।খেলার তৃতীয় গোলটি দূরপাল্লার শটে করেন নোয়া সাদউই ।লীগ টেবিলে গোয়ার অবস্থান এখন তৃতীয় স্থানে ১২ পয়েন্ট নিয়ে ।