এটিকে মোহনবাগান বিদায় নিলো এএফসি কাপ থেকে

গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের কোচের প্রথম একাদশ নির্বাচন ছিল অশনি সঙ্কেত ।হুগো বৌমস ছাড়াই তিনি দল তৈরি করেছিলেন ,মোহনবাগানের খেলোয়াড়েরা অসংখ্য সুযোগ পেয়েও তা অবিশাস্য ভাবে নষ্ট করেছে । খেলার ৬০মিনিটের মাথায় বা পায়ের ভলিতে গোলার মতো শটে কুয়ালালামপুরের পাওলো ,৭৫ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে গোল শোধ করেন
ফারদিন ।৯২ মিনিটের মাথায় গোল করেন কুয়ালালামপুরের আইম্যান , একদম শেষ মুহূর্তে ডিফেন্ডার দের ধোকা দিয়ে ৩-১ করেন রোমেল মোরালেস ।