এরিকসনকে আমন্ত্রণ

লন্ডনে ইউরো ফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানানো  হয়েছে এরিকসন ও তার চিকিৎসকদের। এরিকসন ডেনমার্কের প্রথম খেলায় মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে  এসেছেন। তিনি এবারে ডেনমার্ক  দলের প্রেরণা। তিনি দলেও খুব জনপ্রিয়। তিনি লন্ডনে এসে যাতে ফাইনাল খেলা দেখার সুযোগ পান তার জন্য ডেনমার্কের খেলোয়াড়রা আপ্রাণ চেষ্টা করবেন। দলের কোচও জানান তারা অঘটন ঘটানোর চেষ্টা চালাবেন।