এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের লড়াইতে মেরি কম

আজকে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বক্সার মেরি কম (৫১ কেজি ) এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ সোনা জয়ের লক্ষ্যে নামবেন কাজাকিস্তানের নাজিমের বিরুদ্ধে ।উল্লেখ্য গত বৃহস্পতিবার তিনি ৪-১ ফলাফলে হারিয়েছিলেন মঙ্গোলিয়ার বক্সার লুটসাই খান কে । উল্লেখ্য নাজিম ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ,লড়াইটি জোরদার হবে বলে মনে করা হচ্ছে ।