গতকাল কাতারে দেখা গেলো এশিয়ার সূর্যোদ্বয় । খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জার্মানিকে ২-১ গোলেপরাস্থ করলো জাপান গতিতে ।প্রথম অর্ধে পেনাল্টি থেকে জার্মানি এগিয়ে যায় এবং সেই অর্ধে তাদের দখলে থাকে খেলা ।কিন্তু দ্বিতীয় অর্ধে পাল্টে যায় জাপান ,রাইট উইঙ্গার জুনিয়র এতোর গতির সঙ্গে পাল্লা দিতে পারছিলো জার্মানির খেলোয়াড়েরা।৭৫ মিনিটে জাপানের হয়ে গোল
করেন দোয়ান ,এর পর ক্রিটিকাল এঞ্জেল থেকে জাপানের হয়ে দ্বিতীয় গোলটি করেন আসানো ৮৩ মিনিটের মাথায় ।