ওভালে পঞ্চম টেস্টের চতুর্থ দিন টি কার হবে ?

আজ ওভালে শুরু হচ্ছে পঞ্চম টেস্টের চতুর্থ দিন । গতকাল ভারত ৭৫ রানে দুই উইকেট থেকে খেলা শুরু করে ৮৮ ওভার ব্যাট করে সকলে আউট হয়ে যান ৩৯৬ রানে । জয়সোয়াল করেন ,১১৮ রান । এই ছাড়াও জাদেজা করেন ৫৩ রান ,আকাশদ্বীপ করেন ৬৬ রান , জুরেল করেন ৩৪ রান আর সুন্দর করেন ৫৩ রান । দ্বিতীয় ইনিংস যে ইংল্যান্ড ১৩.৫ ওভার খেলে ১ উইকেটে ৫০ রান তোলে । ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য ।