গতকাল পঞ্চম টেস্টের পঞ্চম দিন ইংল্যান্ড তাদের দিন শুরু করেছিল , ছয় উইকেটে ৩৩৯ থেকে । তাদের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৩৫ রান আর ভারতের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৪ টি উইকেট । কিন্তু মোহাম্মদ সিরাজ মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন তিনি ম্যাচ টি জেতাবেন ,তিনি তিনটি উইকেট গতকাল নেন এবং মোট ৫ টি উইকেট নেন ১০৪ রান দিয়ে । এক সময়ে ভারতের জয়ের জন্য দরকার ১ উইকেট এবং ইংল্যান্ডের জন্য ৬ রান । এই অবস্থা তে ৮৫.১ ওভারের প্রথম বলে তিনি আটকিন্সনের উইকেট ছিটকে দিয়ে ভারত কে ছয় রানে জয়ী করে । ক্রিকেট বিশ্ব বলছে এটি একটি অবিশাস্য টেস্ট ম্যাচ ছিল ,যা টি ২০ কে হার মানায় ।