ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দিনেই ভারত চালকের আসনে

ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টেস্ট ম্যাচের প্রথম দিনে ,ভারত ১৬২ রানে বেঁধে রাখলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান দের । ভারতের হয়ে দুই পেসার জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ শিরাজ অনবদ্য বোলিং করেন । দিনের শেষে ভারত দুই উইকেট হারিয়ে ১২১ রান তোলে । ভারতের হয়ে ব্যাট করছেন লোকেশ রাহুল ,করেন ৫৩ রান। .শুভমান গিল অপরাজিত আছেন ১৮ রান করে।ভারত সর্বমোট খেলেছে ৩৮ ওভার ।