গতকাল ইস্টবেঙ্গলের খেলোয়াড়ের হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচের জন্য কঠোর অনুশীলন করেন নিজের ক্লাব মাঠে । এবং দেখা যায় ওস্কার ব্রুজোর নেতৃত্বে বড়দিনের কেক কাটেন শৌভিক ক্লেইটন ,মহেশ সহ অন্যান্যরা ।মাঠে দেখা যায় সান্টা টুপি পরে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গলের সহকারী কোচ বিনো গর্জ ।ম্যাচ জেতার বিষয়ে আত্মবিশ্বাসী কোচ ওস্কার ব্রুজো ।