ওড়িশা জিতল

আইএসএলে ওড়িশা হারাল নর্থ ইস্টকে  ১-০ গোলে এবং তারা  টেবিলের দ্বিতীয় স্থান টি দখল করেছে। এর আগে তারা কেরালার কাছে পরাজিত  হয়েছিল। খেলার শুরু থেকেই ওড়িশা আক্রমণে যায়। কিন্তু প্রথমার্ধে কোন গোল হয় নি। দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের মাথায় থৈবার পাস থেকে  হেড করে গোল করেন ওড়িশার জোনাথন জেসুস। চার ম্যাচে ওড়িশার ৯ পয়েন্ট এবং ৫ ম্যাচে নর্থ  ইস্ট  ৪ পয়েন্ট  নিয়ে নবম স্থানে আছে।