ওয়েস্টইন্ডিজ সফরে সম্ভাব্য অধিনায়ক রোহিত শর্মা

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  সূত্রের খবর ওয়েস্টইন্ডিজ  সফরে সম্ভবত বিশ্রাম নেবেন বিরাট  কোহলি ,তার জায়গায় টি ২০ এবং একদিনের সিরিজে  দল  কে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা । দুই  টেস্টের  সিরিজে যদি বিরাট  না খেলেন  তা হলে  অধিনায়কত্ব  করবে আজিঙ্ক্য  রাহানে  এবং সম্ভবত   জাসপ্রিত  বুমরাহ  কে গোটা সিরিজের জন্যই বিশ্রাম দেয়া হবে । কোহলি এবং বুমরাহ  বিশ্বকাপের আগে  থেকেই টানা  খেলে চলেছেন তাই তাদের বিশ্রাম  দেয়ার  জন্য এই  সিদ্ধান্ত  নেয়া হয়েছে ।