খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত রবিবার ছিল ম্যান ইউ স্ট্রাইকার পল পোগবার ২৭ তম জন্মদিন । এই ফরাসি মিডফিল্ডার ওই দিন সোশ্যাল সাইট য়ে আবেদন করে তহবিল গঠনের উদ্যোগ নিলেন ।তহবিল ,উনিসেফের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত শিশুদের সাহায্য করার জন্য । এই খানে থেমে থাকেননি পোগবা তার লক্ষ্য উনিসেফ কে ২৪.৫ লক্ষ্য টাকা তুলে দেয়ার ।লক্ষ্য পূরণ হলে তিনি নিজের থেকেও ওই সোম পরিমান অর্থ তহবিলে দেন করবেন করোনা আক্রান্ত দসিসু ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...