করোনা তে সংক্রমিত পাক ক্রিকেটার

বায়ো বাবলের মধ্যে সংক্রমিত হলেন আর এক পাক ক্রিকেটার। আগেই ৬ জন ক্রিকেটার  সংক্রমিত  হয়েছিল। পাক ক্রিকেটাররা  ঠিকমত নিয়ম না মানায় সংক্রমণ ছড়িয়েছে। নিউজিলান্ডে আসার পর যে সব নিয়ম মানতে বলা হয়েছিল তা তারা মানেননি। একসঙ্গে আড্ডা দেওয়া ,খাবার ভাগ করে খাওয়া ,মাস্ক না পরা এইসব কাজগুলি নিষেধ  সত্ত্বেও করেছেন। সে দেশের প্রশাসন তাদের দেশে ফেরত পাঠাবার হুমকি দেয়। এখন তারা কথা শুনছেন এবং সোমবার আবার তাদের কোভিড  টেস্ট হবে।