রিয়্যাল মাদ্রিদের গোলকিপার বেলজিয়ামের কর্তুয়া চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন পোস্টের তলাতে ।তিনিএকাধিক গোল বাঁচিয়ে দল কে জয়ের রাস্তায় ফেরান ।৯টি গোল বাঁচান তিনি ।প্রথম অর্ধে কোনো দল গোল করতে পারেনি ।৫৯ মিনিটের মাথায় ভালভার্দের সেন্টার থেকে ঠান্ডা মাথায় লিভারপুলের জালে বল জড়িয়ে দেন জুনিয়র।ঠিক ২ মিনিট পরে শালার যে গোল মুখী শট তিনি বাঁচিয়েছেন তা অবিশাস্য ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...