কলকাতা ডার্বিতে সম্মানের লড়াইয়ে জিতলো ইস্টবেঙ্গল

গতকাল কলকাতার প্রিমিয়ার লীগ ডিভিশনে খেলা ছিল ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের মধ্যে ,গতকাল এই ডার্বিতে ইস্টবেঙ্গল হারায় মোহন বাগান কে ২-১ গোলে ।২৫ হাজার দর্শকের সামনে যুবভারতীতে কেরালার দুই খেলোয়াড় বিষ্ণু এবং জেসিনের করা গোলে ইস্টবেঙ্গল এগিয়ে যায় ,৭৭ মিনিটে লাল কার্ড দেখে জোসেফ উঠে গেলে ইস্টবেঙ্গল ১০ জন্যে খেলে অতিরিক্ত সময়ে মোহনবাগানের সুহেল ভট্ট ১ টি গোল করলেও ইস্টবেঙ্গল জিতে যায় ।