কলকাতা লিগে জয় পেলো মোহনবাগান ও মহামেডান

গতকাল মহামেডান নিজেদের ঘরের মাঠে প্রিমিয়ার ডিভিশন লিগে ৭-০ গোল য়ে হারালো সিএফসি কে ।তাদের হয়ে হ্যাট্রিক করেন বেনস্টোন ব্যারেটো আর ডেভিড । অপরদিকে টালিগঞ্জ অগ্রগামী কে ব্যারাকপুরের বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে মোহনবাগান হারালো ৫-১ গোলে ,বাগানের হয়ে দুর্দান্ত খেলেন আর গোল করেন হামতে ।