গতকাল মহামেডান নিজেদের ঘরের মাঠে প্রিমিয়ার ডিভিশন লিগে ৭-০ গোল য়ে হারালো সিএফসি কে ।তাদের হয়ে হ্যাট্রিক করেন বেনস্টোন ব্যারেটো আর ডেভিড । অপরদিকে টালিগঞ্জ অগ্রগামী কে ব্যারাকপুরের বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে মোহনবাগান হারালো ৫-১ গোলে ,বাগানের হয়ে দুর্দান্ত খেলেন আর গোল করেন হামতে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...