গতকাল কলিঙ্গ সুপার কাপে জামশেদপুর কে ২-০ গোলে হারিয়ে কুয়াদ্রাত ডুরান্ডের পরে আবারো একটি প্রতিযোগিতার ফাইনাল য়ে ।খেলার ১৯ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন হিজাজী আর ৪৭ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল টি করেন সিভেরিও তোরো ।খেলার শেষ মুহূর্তে সায়ান ব্যানার্জি পেনাল্টি আদায় করেন ,ক্লেইটন গোল করতে ব্যর্থ হন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...