কাতারের শক্তিশালি দল আল রায়ান হারাতে পারলো না গোয়া এফসি কে

ওয়েবডেস্ক : গতকাল শক্তিশালী  আল রায়ান এফসির বিরুদ্ধে (০-০) ফলাফলে খেলা ড্র করলো গোয়া  এফসি  ফরাসি  ডিফেন্ডার লরা ব্লা  গোয়া এফসির খেলা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন । খেলা শুরুর সাথে সাথেই গোয়া এফসি আক্রমণ সানায় , এদু বেদিয়া ,গ্লেন মার্টিন্সরা  বুঝতেই  দেন নি  দলের প্রধান অস্ত্র   ইগোর  আঙ্গুলো  এবং আলবার্তো  নেগুয়েরার  অভাব ।বার্সেলোনা একাডেমির প্রাক্তনী গোয়ার কোচ খুয়ানের সামনে  কোনো  পরিকল্পনাই  সফল হয়নি  লরা  ব্লার ।আগামী শনিবার দ্বিতীয় ম্যাচে গোয়ার প্রতিপক্ষ আমিরশাহির আল  ওয়াহিদা  এফসি ।