কানপুর ম্যাচে কি স্পিনার রা ভেল্কি দেখাবে

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে শুক্রবার কানপুরের মাঠে ।কানপুরের ২২ গজের মাটি হতে চলেছে কালো ,তার ফল খেলা যত এগোবে, পিচ তত মন্থর হবে ,এমন কি আসমান বাউন্স দেখা যাবে ।বিশেষজ্ঞ রা মনে করেন স্পিনার রা এই পিচ থেকে বেশি সাহায্য পাবেন ।হয়তো বা ভারতীয় দলে একজন বেশি স্পিনার অন্তর্ভুক্ত হতে পারে , তবে টসে যেটা খুব জরুরি ।