খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ইডেনে গোলাপি বলের প্রথম দিন রাত্রির টেস্ট কে কেন্দ্র করে সত্যি চাঁদের হাট বসেছিল । সচিন ,কুম্বলে, হরভজন, ভিভিএস লক্ষণ ,রাহুল দ্রাবিড় কে নিয়ে বিখ্যাত “ফ্যাব ফাইভ ” এসেছিলেন পিঙ্ক গার্ডেনে সৌরভের আমন্ত্রণে । এই ছাড়াও প্রথম বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব ও ছিলেন উপস্থিত । এই ছাড়াও বিভিন্ন খেলার কৃতি খেলোয়াড়েরা , পিভি সিন্ধু ,সানিয়া মির্জা ,গোপীচাঁদ ,মিতালি রাজ্ ,ঝুলন গোস্বামী ,মারি কম সবাই উপস্থিত ছিলেন আমন্ত্রিত হিসাবে ।