কাস্টমসের কাছে হেরে প্রিমিয়ার লীগের সুপার সিক্সে ওঠা মোহনবাগানের কাছে অনিশ্চিত

On: Thursday, August 28, 2025 8:54 AM

গতকাল কলকাতা প্রিমিয়ার লীগের সুপার সিক্সের যোগ্যতা অর্জনের খেলা তে , নৈহাটী স্টেডিয়ামে কাস্টমসের কাছে ১-০ গোলে হারে মোহনবাগান । সংযুক্ত সময়ে কলকাতা কাস্টমসের মিডফিল্ডার ,রৌণকের দুরন্ত বাক খাওয়ানো গোলে বল জড়িয়ে যায় মোহনবাগানের গোলে । সুপার ডিভিশনে অন্য খেলা তে রেলওয়ে এফসি কে ২-০ গোলে হারায় সুরুচি সংঘ ।