কুয়েতের মাঠে ভারত হারালো কুয়েত কে

গতকাল বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের খেলাতে কুয়েতের ঘরের মাঠে ভারত তাদের হারালো মনবীরের করা একমাত্র গোলে ১-০ ফলাফলে ।এর ফলে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের যাত্রা শুরু করলেন সুনীল ছেত্রীরা ।এই দিন কোচ আক্রমণ ভাগে সুনীল ছেত্রীর সঙ্গে মহেশ ও মানবীর সিংহ কে রেখে আক্রমনাত্বক দল গঠন করেছিল কোচ ।৬৩ মিনিটের মাথায় মহেশ কে তুলে ছাংতে কে নামাতেই আক্রমণের ঝাঁজ বাড়ে ,৭৫ মিনিটের মানবীর ছাংতের পাস্ থেকে অন্যবদ্য গোল করেন । পরের ম্যাচ কাতারের বিরুদ্ধে ২১ নভেম্বর ভুবনেশ্বরের মাঠে ।