গতকাল ইডেনে গরম কে উপেক্ষা করেই সমর্থক রা গিয়েছিলেন কেকেআরের সমর্থনে লখনোই সুপারগায়েন্টের বিরুদ্ধে খেলা দেখতে । লখনোই প্রথমে ব্যাট করে করেন ১৬১ রান ৭ উইকেটে বিনিময়ে ।স্টার্ক ২৮ রানে তিন উইকেট নেন ।জবাবে নাইট রাইডার্স ১৫.৪ ওভারে ২ উইকেটে ১৬২ রান করে । ফিল সল্ট ৮৯ রান করে ম্যান অফ দি ম্যাচ হন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...