কেকেআরের সহজ জয়

গতকাল ইডেনে গরম কে উপেক্ষা করেই সমর্থক রা গিয়েছিলেন কেকেআরের সমর্থনে লখনোই সুপারগায়েন্টের বিরুদ্ধে খেলা দেখতে । লখনোই প্রথমে ব্যাট করে করেন ১৬১ রান ৭ উইকেটে বিনিময়ে ।স্টার্ক ২৮ রানে তিন উইকেট নেন ।জবাবে নাইট রাইডার্স ১৫.৪ ওভারে ২ উইকেটে ১৬২ রান করে । ফিল সল্ট ৮৯ রান করে ম্যান অফ দি ম্যাচ হন ।