গতকাল বেঙ্গালুরুর মাঠে আইপি এলের প্রথম সাখ্যাত্কারে টসে জিতে কেকেআর ফিল্ডিং নেয়।প্রথমে টসে
জিতে কেকে আর আরসিবি কে ব্যাট করতে পাঠায় ,তারা তোলে ছয় উইকেটে ১৮২ রান ।বিরাট কোহলি নটআউট থাকেন ৮৩ রান করে । জবাবে নাইট রাইডার্স ১৬.৫ ওভারে ৩ উইকেটে ১৮৬ রান করে । তাদের হয়ে সর্বাধিক রান করেন ভেঙ্কটেশ ৩০ বলে ৫০ রান ।