কেকে আর দাঁড়াতেই পারলো না চেন্নাইয়ের বোলিংয়ের কাছে

গতকাল ইডেনে আইপি এলের প্রথম সাখ্যাত্কারে চেন্নাই সুপার কিংস হারালো কেকে আর কে ৪৯ রানে ।চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে তোলেন ২৩৫ রান ।সর্বাধিক রান করেন রাহানে ৭১ (২৯) কনওয়ে ৫৬(৪০) শিভাম ৫০ (২১)\জবাবে কেকে আর ৮ উইকেটে ১৮৬ রান তোলেন তাদের হয়ে সর্বাধিক রান তোলেন রিংকু নট আউট ৫৩ (৩৩) বলে ।