গতকাল চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের প্রথম সাখ্যাত্কারে মুম্বাই ইন্ডিয়ান্স নির্দিষ্ট ওভারে ব্যাট কোরে করে সূর্য যাদব (৫৬) এবং রোহিত শর্মা (৪৩)। আন্দ্রে রাসেল ১৫ রানে ৫ উইকেট নেন ।জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স নির্দিষ্ট ওভারে ৭ উইকেট তোলে ১৪২ রান ।১০ রানে জয়ী হন মুম্বাই ম্যাচের সেরা হন রাহুল চাহার ।