কেকে আর ১৮ রানে হারালো মুম্বাই কে

গতকাল বৃষ্টি হয়ে যাওয়ার ফলে কেকে আর আর মুম্বাই ইন্ডিয়ানসের খেলাটি ১৬ ওভারে সীমিত হয়ে যায় ।প্রথমে ব্যাট করে কেকেআর তোলে ১৫৭ রান । সর্বাধিক রান করেন ভেঙ্কটেশ ৪২ রান ২১ বলে ,জবাব মুম্বাই ইন্ডিয়ান্স নির্দিষ্ট ওভারে ৮ উইকেটে ১৩৯ রান তোলে । মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সর্বাধিক রান করে ঈশান ৪০(২২) ১৮ রানে জয়ী হয় কেকেআর ,ম্যাচের সেরা হয় সিভি বরুন ।