আজ ভারতীয় সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে আই এস এল লীগের খেলা তে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্সের ।কেরলের মাঠে ইস্টবেঙ্গলের প্রথম সমস্যা দাগআউট য়ে থাকতে পারবেন না তাদের কোচ দ্বিতীয় সমস্যা মাঠ ভর্তি ,কেরল সমর্থকরা ।গত সোমবার কেরলে পৌঁছে যান ইস্টবেঙ্গল ,সাউল ক্রেসপো খেলানোর চেষ্টা করবেন কোচ ,চোটের জন্য নন্দ ও সুনুঙ্গা নেই ,তাই এখন দেখা প্রথম একাদশ কি ভাবে তৈরি হয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...