আজ এডিলেডে দ্বিতীয় টেস্টের আগে গতকাল এক সাংবাদিক সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন,আগামীকাল এডিলেডে কেএল রাহুল ওপেন করবে আর আমি মাঝের সারিতে ব্যাট করবো ।তিনি কত নম্বরে নামবেন তা নির্দিষ্ট করে বলে দেন নি ।সূত্রের খবর রোহিত অথবা ঋষভ পন্থ ৫-৬ নম্বরে ঘুরিয়ে ফিরিয়ে নামতে পারেন ,ক্রিজে বা না দান হাতি ব্যাট তার উপর নির্ভর করছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...