কে কে আর এইবার ভরসা করছেন মার্কিন পেসার আলী খানের উপরে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আবু ধাবিতে  ত্রয়োদশ তম  আইপিএলে এইবার কেকে আর  নতুন চমক আনছেন ।আইপিএল খেলার  জন্য তারা মার্কিন পেসার  আলী খানকে সই করালো ।জন্মসূত্রে পাকিস্তানী হলেও আলী খান মার্কিন নাগরিক ।কাঁধের  চোটের জন্য কয়েক দিন  আগে ছিটকে গিয়েছেন নাইট শিবিরের ইংলিশ পেসার হারি  গার্নি এরপরে তারা  চেষ্টা করেন মুস্তাফিজুর কে দলে  নিতে কিন্তু বাংলাদেশ বোর্ড ছাড়পত্র না দেওয়া  তে তারা সিপিএলে র অন্যতম সফল পেসার আলী খান কে সই করান ।