গতকাল মোহালির মাঠে প্রথম ব্যাট করে পাঞ্জাব কিংস তোলে ১৯১ রান ।সর্বাধিক রান করেন রাজাপক্ষে ৫০(৩২) বলে ।টিম সাউদি দুটি উইকেট নেন । জবাবে কলকাতা নাইট রাইডার্স ১৬ ওভারে তোলে ১৪৬ রান ৭ উইকেটে। তাদের হয়ে সর্বাধিক রান করেন রাসেল ১৯ বলে ৩৫।তার পরে বৃষ্টি এসে গেলে আর খেলা হয়নি ডিএল এস নিয়মে জয়ী হন পাঞ্জাব ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...