আজ জামশেদপুর স্টেডিয়ামে বিকাল ৫ টা নাগাদ ইস্টবেঙ্গলের অন্তর্বতীকালীন কোচ বিনো গর্জ প্রথম খেলাবেন ইস্টবেঙ্গল কে জামশেদপুর এফসির বিরুদ্দে ।এই ম্যাচে দলের সাফল্যের উপরে বিনোর ভাগ্য নির্ভর করছে । আজকের ম্যাচে খেলার সম্ভাবনা আছে সাউল ক্রেসপোর । বিনো গর্জের কাছে প্রধান লক্ষ্য ইস্টবেঙ্গলের ডিফেন্স কে শক্তিশালী করার,দ্বিতীয় লক্ষ্য ইস্টবেঙ্গল খেলোয়াড় দের গতি বাড়ানো ।সম্ভাব্য গোলকিপার হিসাবে দেবজিৎ মজুমদারের প্রথম একাদশে খেলার সম্ভাবনা আছে ,ক্লেইটন ডি সিলভা কে ফিরতে হবে পুরনো ফর্মে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...