আগামী রবিবার কোপা আমেরিকা কাপের ফাইনালে ব্রাজিলের হয়ে নজর কাড়বেন যারা তারা হলেন ১)মার্কুইহস তিনি হলেন ব্রাজিলের রক্ষণের স্তম্ভ ,প্যারিস সাজার এই খেলোয়াড়টি এইবারের খেলাতে একটি গোল ও পেয়েছেন । তার ট্যাকেল ও প্যাসিং দক্ষতা প্রশ্নাতীত ।২)কাসেমিরো -রিয়্যাল মাদ্রিদের এই তারকা খেলোয়াড় বিখ্যাত তার নিখুঁত পাশের জন্য ,সঙ্গে গতি ।৩)লুকাস প্যাকেটা -ব্রাজিলের ২১ বছর বয়েসী এই স্ট্রাইকার টি দুটি কোপা তে গোল করেছেন ,ইনি বিখ্যাত তার ক্ষিপ্ত গতি ও কঠিন গোলকরা দক্ষতার জন্য ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...