কোপা আমেরিকা কাপে জিতলো আর্জেন্টিনা

আজকে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ভারতীয় সময় ৫:৩০ মিনিটে কোপা আমেরিকা কাপের ফাইনালে
মিলিত হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা ,ম্যাচের প্রথম থেকেই মাঝমাঠ দখলের আপ্রাণ চেষ্টা করে যায় দুই দল ,কিন্তু খেলার উল্টোস্রোতে ২২মিনিটের মাথায় আর্জেন্টিনা কে গোল করে এগিয়ে দেন দি মারিয়া ,রোড্রিগোর বাড়ানোর পাশ থেকেই গোল করেন তিনি ।৩৪ মিনিটে গোলশোধের আপ্রাণ চেষ্টা করেছিল ব্রাজিল তবে ফ্রিকিকে গোল করতে ব্যর্থ হন নেইমার ।৫২ মিনিটের মাথায় প্রায় গোল পেয়ে গিয়েছিলো ব্রাজিল
রিচারলিসনের শট গোলে জোরালো অফসিদের জন্য তা বাতিল হয়,৮৯ মিনিটের মাথায় গোয়ালের সহজ সুযোগ নষ্ঠ করে মেসি ।২৮ বছরপরে ১৫ বছর তম কোপা কাপ জিতলো আর্জেন্টিনা ।